শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ - ১১:৪০
জোলানি এবং সিরিয়ার ধ্বংস

জোলানির একমাত্র ভূমিকা ছিল সিরিয়ার ধ্বংস এবং এর অবকাঠামোকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, একজন আরব লিখেছেন:
তিনটি সিরীয় প্রদেশ ইসরায়েলকে দেওয়া হয়েছে: সুইদা, কুনেইত্রা এবং দারা
তিনটি প্রদেশ তুরস্ক নিয়ন্ত্রণ করছে: ইদলিব, আলেপ্পো এবং লাতাকিয়া
এসডিএফ চারটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে: হাসাকাহ, দেইর ইজ-যোর, আল-বুকামাল এবং কামিশলি.. 
আল-তানফ বর্তমানে আমেরিকার নিয়ন্ত্রণে।
আর সন্ত্রাসী জোলানি দখল করে রেখেছে ঐতিহাসিক উমাইয়া মসজিদ!

জোলানির একমাত্র ভূমিকা ছিল সিরিয়ার ধ্বংস এবং এর অবকাঠামোকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। এই প্রক্রিয়ায় আলাওয়ি সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও গণহত্যা সংঘটিত হয়েছে।

শুধু ইরান ও হিজবুল্লাহর উপস্থিতি, যারা নিরাপত্তা নিশ্চিত করা ও তাকফিরি সন্ত্রাসীদের দ্বারা গণহত্যা রোধে কাজ করেছে, সেটাই সমালোচিত হয়েছে—
অথচ তাহরির আল-শাম-এর মতো মূলত বিদেশি সন্ত্রাসীদের হাতে সিরিয়ানদের হত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তুরস্ক কর্তৃক দেশ দখলের বিষয়টি কোনো উদ্বেগের কারণ বলে মনে করা হয় না!

অনুবাদ: আম্মার সাবিল

আপনার কমেন্ট

You are replying to: .
captcha